সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / সারিয়াকান্দি / সারিয়াকান্দিতে ছাত্রলীগের কমিটি বাতিলের সংবাদ সম্মেলন

সারিয়াকান্দিতে ছাত্রলীগের কমিটি বাতিলের সংবাদ সম্মেলন

শেরপুর নিউজ ডেস্কঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটি বাতিলের প্রতিবাদে ছাত্রলীগের পদ বঞ্চিতরা সংবাদ সম্মেলন করেছেন । বুধবার (৫ জুলাই) দুপুরে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।

ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে পদ বঞ্চিতরা সদ্য ঘোষিত কমিটির তীব্র প্রতিবাদ ও সমলোচনা করেন। তারা বলেন, কমিটিতে স্থান পাওয়ারা মারপিট মামলার আসামী ও ছাত্রদলের কর্মী এবং বিবাহিত । উপজেলা ছাত্রলীগের কমিটিতে নেতৃত্ব দেওয়ার কোন রকমের যোগ্যতা তাদের নেই বা পূর্বেও কখনো দেয়নি । প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে ঘোষিত কমিটি বিরুপ প্রভাব ফেলবে ।আব্দুল মান্নান এমপি মারা যাওয়ার পর,একটি বিশেষ ব্যাক্তি বা মহল আওয়ামীলীগের ভালো কাজ গুলো মুছে ফেলতে উঠে পরে লেগেছেন । মূলত ওই ব্যাক্তি বা মহলের হস্তক্ষেপে এমন কমিটি করা হয়েছে।

তারা অভিযোগ করে বলেন, বাণিজ্যিক ভিওিতে এই কমিটি গঠন করা হয়েছে । এর আগে পদবঞ্চিত কর্মীরা উপজেলার প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে। মিছিলে তারা একই দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, দপ্তর সম্পাদক অমিত রাজভর, পৌর ছাত্রলীগের সভাপতি ওমর আলী, সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠু বিন বারিক, চন্দনবাইশা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন, সাবেক সাংগঠনিক সম্পাদক রাছিউল আলম আকাশ, সোহাগ মিয়া, মেহেদী হাসান শাহীন প্রমূখ ।

সংবাদ সম্মেলনে কমিটি বাতিল না করা হলে উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মী একযোগে পদত্যাগ সহ বৃহত্তর আন্দোলনও গড়ে তোলার ও হুমকি দেন ।

Check Also

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগের সাবেক নেতা রব্বানী

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার সারিয়াকান্দিতে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + two =

Contact Us