সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / সারিয়াকান্দি / সারিয়াকান্দিতে নদীভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক

সারিয়াকান্দিতে নদীভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক

মোঃ ফরহাদ হোসেন: বগুড়ার সারিয়াকান্দিতে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
৪ জুলাই (মঙ্গলবার) দুপুর ১.৩০ মিনিটে সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের শিমুলতাইড় ও মানিকদাইড় এবং কাজলা ইউনিয়নের চরঘাঘুয়াতে নদীভাঙ্গন কবলিত এলাকাসমূহ সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে শিমুলতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নদীভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ সহ ওই এলাকায় বসবাসরত জনগণকে নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপস্থিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়া’র নির্বাহী প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করেন।

এ সময় সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম মন্টু মন্ডল, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়া’র নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম কবির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, চালুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বাদশা, কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম, পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিস কর্মী এবং সংশ্লিষ্ট ঠিকাদারবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

নদীভাঙ্গন রোধে ইতোমধ্যে যেসকল ব্যবস্থা নেয়া হয়েছে সেগুলি পর্যালোচনা করা হয় এবং যে সকল পয়েন্টগুলো ঝুঁকির মধ্যে রয়েছে সেসব স্থানে জিও ব্যাগ ফেলে নদীভাঙ্গন রোধ করার ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। পরিদর্শন শেষে কালিতলা টি-বাঁধে রাস্তার পাশে একটি আমলকী গাছের চারা রোপন করেন তিনি।

Check Also

সারিয়াকান্দিতে ঝড়ে গাছ পড়ে বৃদ্ধার মৃত্যু

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে ঝড়ে গাছ পড়ে অয়েদা বেগম (৬০) নামে এক বৃদ্ধার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + eight =

Contact Us