শেরপুর নিউজঃ বেশি দামে কাঁচামরিচ বিক্রি ও ক্রয় ভাউচার সংরক্ষণ না করায় বগুড়ায় ৫ ব্যবসায়ীকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা ১১ টায় সদরের রাজাবাজার ও রেলগেট এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।
এসময় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
ইফতেখারুল আলম রিজভী বলেন, বৃহস্পতিবার সকাল ১১ টায় রাজাবাজার ও রেলগেট এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বেশি দামে পণ্য বিক্রি করায় রাজাবারে ১ জন এবং রেলগেটের ২ কাঁচামরিচ ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে রাজাবাজারে ২ মসলা ব্যবসায়ীকে সাড়ে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
তিনি আরো বলেন, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযানে সকল ব্যবসায়ীকে অধিক মুনাফা গ্রহণ থেকে বিরত ও ক্রয় ভাউচার সংরক্ষণ করতে সতর্ক করা হয়েছে। অভিযানে বগুড়া জেলা পুলিশের একটি চৌকশ টিম সহযোগিতা করে।