ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগে সিএনজি চালিত অটোরিকশার চালকেরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের হুকুম আলী বাসষ্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় ওই সড়কে যানবহন চলাচল বন্ধ থাকায় চরম দূর্ভোগে পড়েন যাত্রীরা। সংবাদ পেয়ে দুপুর ১ টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে।
উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিএনজি চালিত অটোরিকশার চালক বিপ্লব হোসেন, শাকিল আহম্মেদ, মুকুল হোসেন, রুবেল মিয়া, সুজন আহম্মেদ, শেকল মিয়া, বাচ্চু মিয়া, হেলাল হোসেন, ফনি মিয়া ও শফিকুল ইসলাম। কর্মসূচিতে প্রায় অর্ধশত চালক অংশ নেন।
চালকরা জানান, দীর্ঘদিন ধরে ধুনট থেকে শেরপুর প্রতিটি সিএনজি চালিত অটোরিকশা চালকের কাছ থেকে সমিতির নামে দৈনিক ৪০ টাকা করে চাঁদা আদায় করা হয়। কিন্ত বৃহস্পতিবার সকাল থেকে ১০ টাকা করে বাড়িয়ে চাঁদার পরিমান করেছে ৫০টাকা। অতিরিক্ত চাঁদা দিয়ে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহী করা সম্ভব না। এছাড়া অতিরিক্ত চাঁদা না পেয়ে সমিতির নিয়োগকৃত আদায়কারী (চেইন মাষ্টার) নাদিম চালকদের সাথে দুরব্যবহার করে। এ কারণে চালকেরা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন।
এ বিষয়ে মালিক সমিতির ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিটলার বলেন, সিএনজি চালিত অটোরিকশার ষ্ট্যান্ডের বার্ষিক ভাড়ার টাকা বৃদ্ধি করায় চালকদের কাছ থেকে ১০ টাকা করে বেশী আদায় করার পরিকল্পনা করা হয়েছে।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে চালকেরা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে।