কাহালু (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার কাহালুতে স্কুলছাত্র নাঈম ইসলামকে হত্যার ১১ বছর পালিয়ে থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. জাকারিয়াকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর সাড়ে তিনটার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাকারিয়া কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে। ২০১৭ সালে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয় আদালত। তবে এর আগে থেকেই পলাতক ছিলেন জাকারিয়া।
নিহত নাঈম উপজেলার রোস্তম চাপড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং কাহালু উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
গ্রেপ্তারের বিষয়টি বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।
পুলিশ জানায়, ২০১২ সালে ৫ এপ্রিল স্কুল ছাত্র নাঈমকে অপহরণ করে জাকারিয়াসহ আরও কয়েকজন। ওই দিনেই নাঈমকে হত্যা পর লাশ ইট ভাটায় পুড়িয়ে ফেলে আসামীরা। হত্যার পরেও আসামিরা নাঈমের বাবার কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণও আদায় করে। পরবর্তীতে ওই ঘটনায় মামলা হওয়ার পর থেকে জাকারিয়া আত্মগোপনে চলে যান।
সেই মামলায় রায়ের পর জাকারিয়ার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। বৃহস্পতিবার ওয়ারেন্টমূলে কাহালু থানার ওসি মাহমুদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল জাকারিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।