Home / বিদেশের খবর / ইমরানের বিরুদ্ধে মামলা দেড়শ ছাড়ালো

ইমরানের বিরুদ্ধে মামলা দেড়শ ছাড়ালো

শেরপুর নিউজ ডেস্কঃ দেশজুড়ে সহিংসতা ও সামরিক স্থাপনায় হামলার দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আরও ৬টি মামলা হয়েছে। এর মধ্যে তিনটি মামলা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনের আওতায়। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের বিরুদ্ধে মামলা ছাড়াল দেড়শ। এসব মামলা নিয়ে একসঙ্গে কাজ করছে বেশ কয়েকটি তদন্তকারী দল। ৭০ বছর বয়সী ইমরানের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে ৯ মে। বাকি তিনটি হয়েছে পরদিন, ১০ মে।

এ বিষয়ে ইমরান খান বলেন, আরও ছয়টি নতুন মামলায় আমাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন ভুয়া মামলায় জামিন পেতে এক আদালত থেকে অন্য আদালতে যেতে হচ্ছে।

৯ মে আলোচিত আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমনান খানকে গ্রেপ্তার আইনশৃঙ্খলাবাহিনী। এর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু পিটিআই সমর্থকেরা। পরপরই লাহোরে ক্যান্টনমেন্টের ভেতরে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও আগুন দেয় পিটিআই সমর্থকরা, প্রতিবাদে উত্তাল হয়ে উঠে পাকিস্তান।

এছাড়া, লাহোরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বাসভবনে হামলা চালিয়েছিলো বিক্ষোভকারীরা। পরে সেখানে পুলিশের একটি দল সেখানে পৌঁছালে পিটিআই বিক্ষোভকারীরা পালিয়ে যায়। বিক্ষোভকারীরা পাঞ্জাবে ১৪টি সরকারি স্থাপনা বা ভবন এবং পুলিশের ২১টি গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। পাকিস্তানের দুই প্রদেশে মোবাইল ডাটা সার্ভিস পাশাপাশি স্কুল এবং অফিসও বন্ধ রাখা হয়।

Check Also

সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি পেল হোয়াইট হাউস

শেরপুর নিউজ ডেস্ক: মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি পদে নিয়োগ পেয়েছেন ২৭ বছর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − seven =

Contact Us