Home / দেশের খবর / রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৫

রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৫

শেরপুর নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন ৫ জন।

শুক্রবার (৭ জুলাই) ভোর ৬টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্টে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ক্যাম্প-৮ ডাব্লিউ এর এইচ-৪৯ ব্লকের আনোয়ার হোসেন (২৪), এ-২১ ব্লকের মোহাম্মদ হামীম (১৬), ক্যাম্প-১০ এর এইচ ৪২ ব্লকের নজিবুল্লাহ, ক্যাম্প-৩ এর বি-১৭ ব্লকের নুর আমিন ও অপরজনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ৮ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, সকাল ৬টার দিকে ক্যাম্পে রোহিঙ্গা দুষ্কৃতকারীদের গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তিনজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে দুই রোহিঙ্গা যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ৮ এপিবিএন’র অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের পর বিস্তারিত জানানো হবে।

Check Also

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 3 =

Contact Us