Home / উন্নয়ন / পরীক্ষামূলকভাবে মতিঝিল যাবে মেট্রো রেল

পরীক্ষামূলকভাবে মতিঝিল যাবে মেট্রো রেল

শেরপুর নিউজঃ মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিলের পথে পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হচ্ছে। আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় আগারগাঁও মেট্রো স্টেশনে পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার মেট্রো পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে বুধবার মধ্যরাতে আগারগাঁও থেকে মতিঝিলের পথে একটি মেট্রো ট্রেন চালানো হয়েছে।

তবে ট্রেনটি পরীক্ষামূলক চলাচলের আওতায় ছিল না।
জানতে চাইলে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, আনুষ্ঠানিক পরীক্ষামূলক চলাচল শুরু হওয়ার আগে আমরা একটি ট্রেন চালিয়ে দেখেছি সব কিছু ঠিকঠাক আছে কি না। এটা শুধু আমাদের দেখার জন্য ছিল।

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রো রেল লাইন-৬-এর উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্বিতীয় ধাপে আগারগাঁও-মতিঝিল অংশে আগামী অক্টোবরে যাত্রী পরিবহনের লক্ষ্যে কাজ চলছে। এই পথের শেষ অংশ কমলাপুর পর্যন্ত ২০২৫ সালের মধ্যে খুলে দিতে চায় সরকার।
বর্তমানে ৯টি মেট্রো স্টেশনে যাত্রী পরিবহন করা হয়। আগারগাঁও থেকে মতিঝিল অংশে আরো সাতটি স্টেশন রয়েছে।

এগুলো হচ্ছে- বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, সচিবালয় ও মতিঝিল।
ডিএমটিসিএল সূত্র বলছে, এর মধ্যে অক্টোবরের প্রথম সপ্তাহে ফার্মগেট, শাহবাগ ও মতিঝিল স্টেশন চালু হতে পারে। এসব স্টেশনের গড়ে ৯৭ শতাংশ কাজ শেষ হয়েছে।

Check Also

আবারো খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

শেরপুর নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় প্ল্যান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হয়েছে। দেশটির সরকার প্ল্যান্টেশন সেক্টরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 15 =

Contact Us