শেরপুর নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে অবসর প্রত্যাহার করলেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সিদ্ধান্ত বদলে জাতীয় দলে ফিরেছেন তামিম ইকবাল।
তবে আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজে ফিরছেন না জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। দেড় মাসের ছুটি নিয়েছেন তিনি।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে অবসর ঘোষণা ইস্যুতে শুক্রবার (৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাকেন তামিমকে।
ঢাকায় এসে গণভবনে যান দেশসেরা এই ওপেনার। এসময় তার পরিবার, সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সঙ্গে ছিলেন।
এর আগে অবসর নেয়ার ঘোষণা দিয়ে তোলপাড় ফেলে দেন তামিম ইকবাল। আর এই খবর ঘিরে গতকাল প্রধানমন্ত্রী তাকে ডেকেছেন এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ে।
অবশেষে সেই গুঞ্জন সত্যি হয়েছে। সবাই যা আশা করেছিলেন, প্রধানমন্ত্রীর কথায় অবসর ভাঙবেন তামিম, হলোও তাই।
গতকাল বৃহস্পতিবার অবসরের ঘোষণা দেন তামিম। আর আজ (শুক্রবার) চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
প্রসঙ্গত, আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের পর হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ ও সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়া কাপে তারই দলকে নেতৃত্ব দেয়ার কথা ছিল।