সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / জ্বালানি তেল কিনতে ১.৪ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

জ্বালানি তেল কিনতে ১.৪ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্কঃ জ্বালানি তেল আমদানিতে ডলার সংকটের মধ্যে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন (আইটিএফসি) ১ দশমিক ৪ বিলিয়ন ডলার ঋণ দিতে বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে। এই অর্থ দিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চলতি বছরের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত জ্বালানি তেল আমদানি করতে পারবে।

শনিবার সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এসপিএ এর বরাত দিয়ে রয়টার্স এ খবর দিয়েছে।

ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সহযোগী হ সংস্থা জেদ্দাভিত্তিক আইটিএফসি থেকে নিয়মিত ঋণ নিয়ে তেল আমদানি করে থাকে বাংলাদেশ। আইডিবির সদস্য হিসেবে এই ব্যাংকে মালিকানা আছে বাংলাদেশের। সব মিলিয়ে প্রায় সাড়ে ৩ শতাংশের কাছাকাছি সুদে আইটিএফসি থেকে ঋণ পেয়ে আসছে বিপিসি।

আরব নিউজ জানায়, বাংলাদেশের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের জেদ্দা সফরকালে আইটিএফসির সদর দপ্তরে সম্প্রতি এ নিয়ে চুক্তি সই হয়েছে।

এই চুক্তি উভয় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের প্রতিফলন, যা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় ভূমিকা রাখবে বলে এক বিবৃতিতে বলা হয়েছে।

Check Also

হজযাত্রীদের বিমান টিকিটের আবগারি শুল্ক প্রত্যাহার

শেরপুর নিউজ ডেস্ক: আগামী বছরের হজ যাত্রীদের জন্য বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক প্রত্যাহার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =

Contact Us