শেরপুর নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সাত দিনে ছিনতাই ও দস্যুতার অভিযোগে ৫০৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১ থেকে ৭ জুলাই রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তাদের গ্রেপ্তার করে।
গতকাল রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, তেজগাঁও এলাকায় ছিনতাই ও দস্যুতার ঘটনায় ৭৩ মামলার বিপরীতে ১৮৭ জন, লালবাগে ৩৫ মামলার বিপরীতে ৭৩ জন, গুলশানে সাত মামলায় ১১ জন, রমনা এলাকায় ২৩ মামলায় ৪৬ জন, মতিঝিলে ১৫ মামলায় ৪৪ জন, ওয়ারীতে ১৩ মামলায় ২৭ জন, মিরপুরে ৩২ মামলায় ৬৬ জন এবং উত্তরা এলাকায় ১০ মামলায় ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।