শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে পানিতে ডুবে কবির (৮) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১০ জুলাই) উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের বাহগুলপুর বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
কবির ওই গ্রামের মাহবুবর রহমানের ছেলে। সে আল কুরআন মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্র। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে মাদ্রাসা থেকে বাড়িতে এসে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে পড়ে ডুবে সে মারা যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু জাফর মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।