সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / পূর্ণিমার জন্মদিন আজ

পূর্ণিমার জন্মদিন আজ

শেরপুর নিউজ ডেস্কঃ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা পূর্ণিমার আজ জন্মদিন। ১৯৮৪ সালের আজকের এই দিনে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন এ অভিনেত্রী। মাত্র ১৩ বছর বয়সে সিনেমা জগতে পা রাখেন তিনি। জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন এ লাস্যময়ী। ১৯৯৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।

পূর্ণিমা নামে দর্শক পরিচিতি পেলেও তার আসল নাম দিলারা হানিফ রীতা। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আলাদা আকর্ষণ অনুভব করায় ক্লাস নাইনে পড়ার সময় সিনেমা জগতে অভিনয় শুরু করেন।

দর্শকদের অনেক ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে ‌’মেঘলা আকাশ’, ‘শিকারী’, ‘স্বামী-স্ত্রী যুদ্ধ’, ‘মেঘের পর মেঘ’, ‘হৃদয়ের কথা’ ইত্যাদি।

তবে ২০০৩ সালে মুক্তি পাওয়া মতিউর রহমান পানু পরিচালিত ‘মনের মাঝে তুমি’ তার ক্যারিয়ারকে অনেকটাই শীর্ষে নিয়ে যায়।

পূর্ণিমা চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টিভি নাটকেও কাজ করেছেন। ২০১১ সালে বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষে তার ছোটগল্প ল্যাবরেটরি অবলম্বনে মাহবুবা ইসলাম সুমির পরিচালনায় ল্যাবরেটরি নাটকে সেঁজুতি চরিত্রে অভিনয় করেন। এরপর নাটকের পাশাপাশি মডেলিং, উপস্থাপনাতেও সাফল্য পান এ জনপ্রিয় অভিনেত্রী।

Check Also

অস্কারে সেরা ছবির দৌড়ে বাংলা সিনেমা ‘পুতুল’

  শেরপুর নিউজ ডেস্ক : বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার। এই অস্কারে ‘সেরা ছবি’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =

Contact Us