শেরপুর নিউজ ডেস্কঃ ৩৭ হাজার ১৩৩ মেট্রিকটন কয়লা নিয়ে বিদেশী জাহাজ এমভি ‘ সাগর কান্তা’ পায়রা বন্দরের ইনার এ্যঙ্কোরেজে ভিড়েছে। মঙ্গলবার সকালে জাহাজটি ভিড়েছে।
৯ দশমিক ৪৮০ মিটার গভীরতার ১৯৯ দশমিক ৯৮ মিটার দীর্ঘ ও ৩২ দশমিক ২৬ মিটার প্রস্থ এ জাহাজটির কয়লা লাইটারিং শেষে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেয়া হবে।
পায়রা বন্দরের উপ-পরিচালক আজিজুর রহমান গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন। সিঙ্গাপুরের পতাকাবাহী এ জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে এসেছে।