শেরপুর নিউজ ডেস্কঃ বগুড়া সদরে বাঁশঝাড় থেকে রফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের চাঁদপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রফিকুল ওই গ্রামের মৃত ফকির মাহমুদের ছেলে।
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল মালেক জানান, নিহত রফিকুল ইসলাম বুধবার দিবাগত রাতে তার স্ত্রীর সঙ্গে শয়ন কক্ষেই ঘুমিয়ে পড়েন। এরপর রাতের কোন এক সময় ঘর থেকে বের হয়ে পাশেই একটি বাঁশঝাড়ের ভেতর তিনি গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। এরপর স্থানীয়রা সকাল সাড়ে ৭ টার দিকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সাড়ে ৮ টায় ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।
নিহত রফিকুল তার ছেলেকে বিদেশ পাঠানোর কারণে বেশ কয়েকজনের কাছে ঋণ হয়ে যায়। ঋণের বোঝা-যন্ত্রণা সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।
এসআই আব্দুল মালেক আরও বলেন, এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ নেই। তবে থানায় একটি ইউডি মামলা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।