শেরপুর নিউজ: বগুড়ার শেরপুরে সরকারের উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (১২ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বাজার ও ভবানীপুর ইউনিয়নের ছোনকা বাজার এলাকায় এই লিফলেট বিতরণ করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী মুন্টু, আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, স.ম হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুল ওহাব, নাজমুল আলম খোকন, জাকির হোসেন মামুন, রবিউল ইসলাম বাবু, আব্দুল হামিদ, মজিবর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা শাহ আলম, আব্দুল হান্নান, পরিমল দত্ত, আব্দুল মান্নান, জাহিদুল ইসলাম, মিজানুর রহমান, আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম পলাশ, কৃষকলীগ নেতা এমএ মালেক, স্বেচ্ছাসেবকলীগের নেতা নুরে আলম সানি, ছাত্রলীগ নেতা হুমায়ন কবির ড্যানি ও নিহাল।
লিফলেট বিতরণ কালে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহবান জানান।