শেরপুর নিউজ ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে সতর্কতার সঙ্গে লক্ষ্য রাখা প্রয়োজন। কারণ পরবর্তী কয়েক দিনের মধ্যে ডেঙ্গু রোগ দ্রুত জটিল আকার ধারণ করতে পারে। এই রোগের জটিলতা সাধারণত তিন থেকে পাঁচ দিনের মধ্যে দেখা দেয়। কাজেই আপনার রোগীকে জ্বর সেরে যাওয়ার পরবর্তী দুই দিন খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে।
ডেঙ্গু জ্বর হলে অবশ্যই যা করতে হবে—শরীরের তাপমাত্রা ৩৯ সেন্ট্রিগ্রেড বা ১০২ ডিগ্রি ফারেনহাইটের নিচে রাখতে হবে। এজন্য শুধু ট্যাবলেট বা সিরাপ প্যারাসিটামল খাওয়াতে হবে (দিনে চার বারের বেশি নয়)। কোনো অবস্থাতেই প্যারাসিটামল ব্যতীত এসপিরিন বা ব্যথানাশক এবং জ্বরনাশক বড়ি বা সিরাপ খাওয়া যাবে না। রোগীকে স্বাভাবিক খাবারের সঙ্গে প্রচুর পরিমাণে তরল খাবার, যেমন-পানি, সুপ, দুধ বা ফলের রস খাওয়াতে হবে। রোগীকে পূর্ণ বিশ্রাম রাখতে হবে। কোনো সমস্যা দেখা দিলে অতিদ্রুত চিকিত্সকের কাছে যেতে হবে। তা না হলে রোগীর মারাত্মক জটিলতা দেখা দিতে পারে।