সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুর / শেরপুর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

শেরপুর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

শেরপুর নিউজ: দলকে আরো শক্তিশালী ও গতিশীল করার জন্য বগুড়ার শেরপুর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) বিকালে শেরপুর শহরের টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজ হলরুমে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ সারওয়ার রহমান মিন্টু। প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক। প্রধান বক্তার বক্তব্য রাখেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুন্সী সাইফুল বারী ডাবলু, সহ সভাপতি এ্যাড. ইলিয়াছ উদ্দিন মিন্টু, সহ সভাপতি সাবেক অধ্যক্ষ সম হাফিজুল ইসলাম, সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. মকবুল হোসেন।

শেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শেরপুর পৌর আওয়ামী লীগের সহ সভাপতি সুজাউদদৌলা সুজা, যুগ্ম সম্পাদক সাহেদুজ্জামান দুলাল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মিন্টু,মানিক শেখ, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ আল মালেক, সদস্য হাবিবুর রহমান।

বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক গাজীউর রহমান, ২নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রিপন দত্ত, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাফিজার রহমান, ৫নং ওয়ার্ডের সভাপতি যুগল পাশা খান পলাশ,৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ৭নং ওয়ার্ডর সভাপতি আবু হাসান, ৮নং ওয়ার্ডের সভাপতি গোলাম কিবরিয়া জুয়েল ও ৯ নং ওয়ার্ডর সভাপতি মুন্সী হাবিবুর রহমান।

বর্ধিত সভায় দলকে শক্তিশালী করতে শেরপুর পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লায় কমিটি গঠন করা সহ সরকারের প্রচারণা বাড়াতে কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Check Also

শেরপুরে দিনব্যাপী বামিহাল সাহিত্য উৎসব

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বামিহাল গ্রামে বামিহাল সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =

Contact Us