শেরপুর নিউজ: বগুড়ার আদমদিঘী উপজেলার মুরইল এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
শনিবার (১৫ জুলাই) সকাল ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনা পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।