সর্বশেষ সংবাদ
Home / স্থানীয় খবর / অনেকবার প্রেমে পড়েছি: লারা দত্ত

অনেকবার প্রেমে পড়েছি: লারা দত্ত

শেরপুর নিউজ: বলিউড অভিনেত্রী লারা দত্ত। বিয়ে করে সংসারী হলেও অভিনয়কে বিদায় জানাননি ৪৫ বছর বয়সী এই অভিনেত্রী। তবে তার ক্যারিয়ারের জার্নিটা মোটেও মসৃণ ছিল না। কারণ মাত্র ১৬ বছর বয়সে একা মুম্বাই পাড়ি দেন। এই সফরে অনেকের প্রেমেও পড়েছিলেন তিনি।

ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মৃতিচারণ করেছেন লারা দত্ত। এ আলাপচারিতায় মুম্বাই শহর নিয়ে কথা বলতে গিয়ে ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় উঠে আসে।

লারা দত্ত বলেন— ‘আমার বয়স যখন ১৬ বছর তখন আমি একা মুম্বাইয়ে আসি। মুম্বাইয়ের একটি কলেজে ভর্তি হই। কয়েক দশকে অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছি। এই শহরে অনেক কিছু দেখে আমি বেড়ে উঠেছি। অনেকবার আমি প্রেমে পড়েছি। অনেক সম্পর্ক থেকে সরে এসেছি, আবার নতুন করে সম্পর্কে জড়িয়েছি। সর্বশেষ আমি ভালোবাসা খোঁজে পাই এবং বিবাহন্ধনে আবদ্ধ হই। এখন আমার একটি সন্তানও আছে।’

লারা দত্ত মনে করেন মুম্বাই একটি স্বপ্নের শহর। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, সারা ভারতে মুম্বাইয়ের মতো আর কোনো শহর নেই। সত্যি এটি স্বপ্নের শহর। বিশেষ করে ১৬ বছর বয়সে আমি যখন মুম্বাইয়ে এসেছি, তখন নিজেকে খুবই তুচ্ছ মনে করেছি। যদিও আমি কোনো ছোট্ট শহর থেকে মুম্বাই আসিনি। ব্যাঙ্গালুরু এখনো অনেক বড় একটি শহর।’

Check Also

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পাবেন ২৮ হাজার ৮০০ জন

শেরপুর নিউজ ডেস্ক: শিক্ষিত বেকার যুবক-যুব নারীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়ে বৈদেশিক মুদ্রা আয়ের উদ্যোগ নিয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =

Contact Us