Home / বগুড়ার খবর / সারিয়াকান্দি / সারিয়াকান্দিতে যমুনার নদীর পানি বৃদ্ধি অব্যাহত

সারিয়াকান্দিতে যমুনার নদীর পানি বৃদ্ধি অব্যাহত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে বগুড়ার সারিয়াকান্দির নিকট যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে । পানি বৃদ্ধির ফলে উপজেলার চালুয়াবাড়ী , কাজলা , কর্ণিবাড়ী , বোহাইল , চন্দবাইশা , হাটশেরপুর ও সারিয়াকান্দি সদর ইউনিনেরর চরাঞ্চলের নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে । এ ছাড়াও সারিয়াকান্দি পৌরসভার যমুনা নদীর তীরবর্তী ৬ ও ৭ নং ওয়াডের গজারিয়া , বাগবের এলাকায় বন্যার পানি প্রবেশ করায় রাস্তায় পানি উঠেছে ।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায় , গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে গতকাল শনিবার বিকাল ৩টায় পর্যন্ত বিপদ সীমার ১২ সে: মি: নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ।

Check Also

সারিয়াকান্দিতে এক প্রাথমিক বিদ্যালয়ে ২১ জন শিক্ষার্থী অসুস্থ

রহিদুর রহমান মিলন সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দি উপজেলা কামালপুর ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার বুড়ইল সরকারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − seven =

Contact Us