Home / বিদেশের খবর / মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

শেরপুর নিউজ ডেস্ক: মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়েরেরোর পর্যটন শহর অ্যাকাপুলকোতে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে।

আঞ্চলিক কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গুয়েরেরোর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার একটি দোকানের পার্কিং লটে নিজের গাড়িতে ওঠার সময় সাংবাদিক নেলসন মাতুসকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

এ নিয়ে এক সপ্তাহের মধ্যে মেক্সিকোতে দুইজন সাংবাদিক হত্যার শিকার হলেন।

দেশটির প্রসিকিউটররা জানান, সাংবাদিক নেলসন মাতুস হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছেন তারা।

নেলসন মাতুস মেক্সিকোর আঞ্চলিক সংবাদ মাধ্যম ‘লো রিয়াল ডি গুয়েরেরো’র পরিচালক ছিলেন।

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’-এর মেক্সিকো প্রতিনিধি বালবিনা ফ্লোরেস এএফপিকে বলেন, নেলসন মাতুস ১৫ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন।

এর আগে গত ৮ জুলাই মেক্সিকোর শীর্ষস্থানীয় সংবাদপত্র ‘লা জর্নাডা’র সাংবাদিক লুইস মার্টিন সানচেজ ইনিগুয়েজকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’-এর তথ্য অনুযায়ী, ২০০০ সাল থেকে এ পর্যন্ত মেক্সিকোতে ১৫০ জনের বেশি সাংবাদিক হত্যার শিকার হয়েছেন, যাদের বেশিরভাগই দেশটির শক্তিশালী মাদকের নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্তদের হামলায় প্রাণ হারান।

Check Also

প্রতিশোধ নিতে পারে হিজবুল্লাহ

শেরপুর নিউজ ডেস্ক: লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের জেরে হিজবুল্লাহ প্রতিশোধ নিতে পারে বলে সতর্ক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 11 =

Contact Us