শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় বাস- সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজন হয়েছেন।
নিহতরা হলেন- সদর উপজেলার আশোকোলা এলাকার বেলাল হোসেনের ছেলে আরিফ রহমান এবং সিএনজি চালক বাঘোপাড়া দক্ষিণপাড়ার ওয়াজেদ আলীর ছেলে বাপ্পি হোসেন।
রবিবার রাত ১১টায় সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন একজন। এ ঘটনায় দূর্ঘটনাজবলিত বাসে আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর(অপারেশন) ফইম উদ্দিন জানান, যাত্রী নিয়ে বগুড়া থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা মহাস্থানের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকাগামী শ্যামলী পরিবহনের সাথে ওই সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরিফ নামে এক যুবকের মৃত্যু হয়৷ এসময় আহত দুইজনকে উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাপ্পি মারা যান। অপরজন চিকিৎসাধীন।
এদিকে, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, বাসটি সিএনজির সাথে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির সাথে ধাক্কা লাগে। এসময় বৈদ্যুতিক মিটারের মাধ্যমে বাসটিতে আগুন লেগে যায়। এসময় যাত্রীরা প্রাণ বাঁচাতে বাসের জানালার কাচ ভেঙে নিচে লাফ দেয়। পরে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।