সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / নৌবাহিনীর নতুন প্রধান নাজমুল হাসান

নৌবাহিনীর নতুন প্রধান নাজমুল হাসান

শেরপুর নিউজ ডেস্ক:নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন মোহাম্মদ নাজমুল হাসান। এই পদে তিনি এডমিরাল এম শাহীন ইকবালের স্থলাভিষিক্ত হচ্ছেন।

রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নতুন নৌপ্রধান হিসেবে রিয়ার এডমিরাল নাজমুলের নিয়োগের প্রজ্ঞাপন হয়।

তিনি ভাইস এডমিরাল হিসেবে পদোন্নতি নিয়ে আগামী ২৪ জুলাই নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।

আগামী ২৩ জুলাই ২০২৬ পর্যন্ত তিন বছরের জন্য তিনি নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নাজমুল হাসান ১৯৮৬ সালে ১ জুলাই নৌবাহিনীতে কমিশন লাভ করেন। চাকরি জীবনে তিনি বিভিন্ন স্টাফ, ইন্সট্রাকশনাল এবং কমান্ড দায়িত্বে নিয়োজিত ছিলেন।

তিনি নৌসদরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন), সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), পরিচালক নৌ অপারেশন ও নৌ গোয়েন্দা এবং সশস্ত্র বাহিনী বিভাগে অসামরিক-সামরিক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধজাহাজ বানৌজা ওমর ফারুকসহ চারটি যুদ্ধজাহাজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নাজমুল হাসান ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন।

Check Also

কেন গলায় ফাঁস দিল ৯ বছরের শিশু মেঘলা!

  শেরপুর নিউজ ডেস্ক : মাদারীপুরের ডাসারে গলায় ফাঁস দিয়ে মেঘলা (৯) নামে এক তৃতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =

Contact Us