Home / দেশের খবর / ৮৬ কেন্দ্রের ফলে এগিয়ে আরাফাত

৮৬ কেন্দ্রের ফলে এগিয়ে আরাফাত

শেরপুর নিউজ ডেস্ক: চলছে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ফল ঘোষণা। ঢাকা-১৭ আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান এই ফল ঘোষণা করছেন। নির্বাচনে ১২৪টি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত ৮৬ কেন্দ্রের ফলে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত এগিয়ে আছেন।

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যা ছয়টায় রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এই ফল ঘোষণা শুরু হয়।

৮৬ কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাতের প্রাপ্ত ভোটের সংখ্যা ১৭ হাজার ৫০৫। এছাড়া, একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৩ হাজার ৪৮৭ ভোট।

এর আগে সকাল আটটায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল চারটায়। এরপর শুরু হয় গণনা।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি খুব বেশি ছিল না। ভোট শুরুর পর থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও বিকেল চারটার কিছু আগে একতারা প্রতীকের প্রার্থী হিরো আলমকে মারধর করা হয়। এছাড়া স্থানীয় সরকারের বাকি যে নির্বাচনগুলো হয়েছে সেখানে অপ্রীতিকর ঘটনার খবর আসেনি।

Check Also

বায়তুল মোকাররমে দুই পক্ষের হাতাহাতি

শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পুরনো ও নতুন খতিবের অনুসারীদের মধ্যে হাতাহাতির ঘটনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + nineteen =

Contact Us