নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ সোনায় বিনিয়গ, ভবিষ্যতের সঞ্চয় এই স্লোগান সামনে নিয়ে সারা দেশের মতো বগুড়ার নন্দীগ্রাম উপজেলা জুয়েলার্স এসোসিয়েশনের ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটা হয়েছে।
সোমবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন নন্দীগ্রাম উপজেলা শাখার আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকীর এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
পরে বাজার মন্দিরের সামনে নন্দীগ্রাম উপজেলা জুয়েলার্স এসোসিয়েশনের সভাপতি গৌতম চন্দ্র কর্মকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সাধারন সম্পাদক দুলাল চন্দ্র সাহার সঞ্চনালয় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মনোতোষ রায়, কোষাধ্যক্ষ ঋষিকেশ সাহা, সুকদেব, শিমুল চন্দ্র রায়, তপন চন্দ্র রায়, অখিল চন্দ্র, বিপদ ভঞ্জন মন্ডল, প্রহল্লাদ, সুব্রত, শম্ভুনাথ প্রমূখ। এরআগে জুয়েলার্স এসোসিয়েশনের ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।