সর্বশেষ সংবাদ
Home / রাজশাহীর খবর / সিরাজগঞ্জ / তাড়াশ / তাড়াশে প্রথম পৌরপিতা হলেন নৌকার আব্দুর রাজ্জাক

তাড়াশে প্রথম পৌরপিতা হলেন নৌকার আব্দুর রাজ্জাক

শেরপুর নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা নির্বাচনে প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাক। তিনি ৮ হাজার ৯৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. বাবুল শেখ পেয়েছেন চার হাজার ২৫৮ ভোট।

সোমবার তাড়াশ পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাড়াশ পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৯ হাজার ২৮৭ জন। এর মধ্য শতকরা ৮১.৫৬ ভাগ ভোট কাস্ট হয়েছে। ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণের মাধ্যমে প্রাপ্ত এ ফলাফল ঘোষণা করা হয়েছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালে তাড়াশ পৌরসভা প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার ছয় বছর পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভার ভোটার সংখ্যা ১৯ হাজার ২৮৭ জন। এর মধ্যে নারী ভোটার ৯ হাজার ৮২০, পুরুষ ভোটার ৯ হাজার ৪৬৭ জন এবং তৃতীয় লিঙ্গের একজন। এই নির্বাচনে মেয়র পদে চার জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর বাইরে সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

Check Also

তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

শেরপুর ডেস্কঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + one =

Contact Us