Home / পরিবেশ প্রকৃতি / বাংলাদেশ জলবায়ু সংকট উত্তরণে বৃক্ষরোপণের বিকল্প নেই: স্পিকার

বাংলাদেশ জলবায়ু সংকট উত্তরণে বৃক্ষরোপণের বিকল্প নেই: স্পিকার

শেরপুর নিউজ ডেস্ক: পরিবেশ সুরক্ষিত রাখতে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব জনজীবনকে প্রভাবিত করছে এবং মানুষের জীবন সংকটের মুখে ফেলছে। এ সংকট থেকে উত্তরণের জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই।

সোমবার সংসদ ভবনের ‘পার্লামেন্ট মেম্বার্স ক্লাব’ প্রাঙ্গণে জাতীয় সংসদের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।

পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করে স্পিকার বলেন, বৃক্ষরোপণ জাতীয় সংসদের ধারাবাহিক একটি কর্মসূচি। কারণ, সুস্থভাবে বেঁচে থাকার জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা জরুরি। বিভিন্ন জাতের গাছ লাগালে পরিবেশে অক্সিজেনের ভান্ডার তৈরি হয়, ভারসাম্য রক্ষা পায়।

পার্লামেন্ট মেম্বার্স ক্লাব প্রাঙ্গণে একটি আম ও কাঠগোলাপের চারা রোপণ করেন ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, হুইপ আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম ও সামশুল হক চৌধুরী, সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, সৈয়দা রুবিনা আক্তারসহ সংসদ সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Check Also

ইউক্যালিপটাস, আকাশমণি গাছ রোপণ বন্ধে নির্দেশনা

শেরপুর নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + six =

Contact Us