সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ৫ শতাংশ প্রণোদনা পাচ্ছেন সরকারি কর্মকর্তারা

৫ শতাংশ প্রণোদনা পাচ্ছেন সরকারি কর্মকর্তারা

শেরপুর নিউজ ডেস্ক: ন্যূনতম ১ হাজার টাকাসহ ৫ শতাংশ প্রণোদনা পাচ্ছেন সরকারি কর্মকর্তারা।

মঙ্গলবার (১৮ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি-বেসরকারি, স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ বাহিনীতে নিয়োজিত এবং পেনশনভোগী ব্যক্তিবর্গকে ১ জুলাই থেকে ৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ (প্রণোদনা) দেয়া হলো।

আরো বলা হয়, এই বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা ও পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা হারে প্রদেয় হবে। এই বাড়তি বেতন ১ জুলাই থেকে ধরা হবে।

এর আগে গত ২৫ জুন জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য দেওয়ার সময় সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই দিন সংসদের পয়েন্ট অব অর্ডারে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মচারী যারা আছেন, তাদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনের ৫ শতাংশ আপৎকালীন সময়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। অর্থমন্ত্রী আশা করি বিষয়টি গ্রহণ করবেন। আমরা ৫ শতাংশ মূল বেতন বিশেষ প্রণোদনা হিসেবে তাদের দেব।’

প্রণোদনা অনুযায়ী, প্রথম ধাপের সরকারি কর্মচারীর জন্য ৭৮ হাজার টাকার ৫ শতাংশ হিসাবে বাড়তি প্রণোদনা যোগ হবে ৩ হাজার ৯০০ টাকা।

দ্বিতীয় ধাপের মূল বেতন শুরু হয় ৬৬ হাজার টাকা দিয়ে। এ ধাপে প্রতিবছর ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির পর শেষ মূল বেতন দাঁড়ায় ৭৬ হাজার ৪৯০ টাকা। শুরুর মূল বেতনকে ভিত্তি করলে প্রণোদনা পাওয়া যাবে ৩ হাজার ৩০০ টাকা। আর শেষ মূল বেতনকে ভিত্তি ধরলে প্রণোদনা যোগ হবে ৩ হাজার ৮২৫ টাকা।

তৃতীয় ধাপে শুরুর মূল বেতন ৫৬ হাজার ৫০০ টাকা অনুযায়ী প্রণোদনা পাওয়া যাবে ২ হাজার ৮২৫ টাকা।

ঠিক এভাবে শুরুর মূল বেতন ধরে হিসাব করে দেখা যায়, চতুর্থ ধাপে ২ হাজার ৫০০ টাকা, পঞ্চম ধাপে ২ হাজার ১৫০ টাকা, ষষ্ঠ ধাপে ১ হাজার ৭৭৫ টাকা, সপ্তম ধাপে ১ হাজার ৪৫০ টাকা, অষ্টম ধাপে ১ হাজার ১৫০ টাকা, নবম ধাপে ১ হাজার ১০০ টাকা এবং দশম ধাপে ৮০০ টাকা বাড়বে।

একাদশ ধাপে প্রণোদনা পাওয়া যাবে ৬২৫ টাকা, দ্বাদশ ধাপে ৫৬৫ টাকা, ত্রয়োদশ ধাপে ৫৫০ টাকা, চতুর্দশ ধাপে ৫১০ টাকা, পঞ্চদশ ধাপে ৪৮৫ টাকা, ষষ্ঠদশ ধাপে ৪৬৫ টাকা, সপ্তদশ ধাপে ৪৫০ টাকা, অষ্টাদশ ধাপে ৪৪০ টাকা, উনবিংশতম ধাপে ৪২৫ টাকা এবং শেষ অর্থাৎ ২০তম ধাপে ৪১২ টাকা ৫০ পয়সা।

Check Also

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আগামী সপ্তাহে

শেরপুর নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =

Contact Us