ধুনট (বগুড়া) প্রতিনিধি: সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করার লক্ষ্যে বগুড়ার ধুনট ইউনিয়ন যুবলীগের আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের হুকুমআলী বাসস্ট্যান্ড এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন।
সভার প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু। বিশেষ বক্তা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাওছার হামিদ রুবেল। সভাপতিত্ব করেন ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান।
ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সহসভাপতি বাপ্পি কুমার চৌধুরী, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সিজু, মাইসুল তোফায়েল কোয়েল, সাংগঠনিক সম্পাদক নূরে জামান সিদ্দিকী, সহসম্পাদক আব্দুল আলিম, ধুনট উপজেলা যুবলীগের সহসভাপতি আলিম আল রাজী বুলেট, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম।