Home / দেশের খবর / পবিত্র আশুরা ২৯ জুলাই

পবিত্র আশুরা ২৯ জুলাই

শেরপুর নিউজ ডেস্ক: দেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা না যাওয়ায় ২৯ জুলাই শনিবার আশুরা পালিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বাংলাদেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২০ জুলাই থেকে মুহাররম মাস গণনা শুরু হবে।

ইসলাম ধর্মমতে, কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার স্মরণে আশুরা বিশ্বের মুসলমান ধর্মাবলম্বীদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। সেই থেকে মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়।

প্রসঙ্গত, হিজরি সালের প্রথম মাসের ১০ তারিখ বা আশুরা বাংলাদেশে সরকারি ছুটির দিন।

Check Also

গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই : উপদেষ্টা নাহিদ ইসলাম

শেরপুর নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, গণমাধ্যমের ওপর সরকারের কোনো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 6 =

Contact Us