সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / দেশ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে: মজিবর রহমান মজনু

দেশ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে: মজিবর রহমান মজনু

স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষের জন্য কাজ করে, দেশের উন্নয়ন করে।

বাংলাদেশের এই উন্নয়ন বিএনপি’র চোখে পড়ে না। বিএনপি জোট কখনোই চায় না দেশের মানুষ ভালো থাকুক। এ কারণে তারা জনসমর্থন হারিয়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা কর্মসূচি পালন করার নামে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতেই মাঠে নেমেছে।

তারা আগামী নির্বাচন বানচাল করার চেষ্টায় সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। এদের অপতৎপরতা রুখে দিতে হবে। সবাইকে সজাগ থাকতে হবে, রাজপথে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত বিশ্বের কাতারে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

শেখ হাসিনার নেতৃত্বে চলমান মেঘা প্রকল্প বাস্তবায়ন হলে, বাংলাদেশ হবে বিশ্বের সব চাইতে সুন্দর দেশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে বগুড়া জেলা আওয়ামী লীগের আয়োজনে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচিতে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।

প্রধান বক্তা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র ও উন্নয়নে বিশ্বাসী। শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের এই ধারা অব্যাহত রেখে দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রগতি বজায় রাখতে হবে। সংঘাত, নৈরাজ্য ও সন্ত্রাসীর পথ পরিহার করে বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করারও আহ্বান জানান তিনি।

জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি’র নেতৃত্বে শোভাযাত্রায় আরও অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগ নেতা টি জামান নিকিতা, এড. আমানুল্লাহ, প্রদীপ কুমার রায়, একেএম আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, শাহরিয়ার আরিফ ওপেল, এড. জাকির হোসেন নবাব, এড. তবিবুর রহমান তবি, এড. সাইফুল ইসলাম, শাহ আখতারুজ্জামান ডিউক, সুলতান মাহমুদ খান রনি, আব্দুল্লাহ আল রাজী জুয়েল, শেরিন আনোয়ার জার্জিস, নাসরিন রহমান সীমা, বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান মিন্টু, মাশরাফি হিরো, আনোয়ার পারভেজ রুবন, রুহুল মুমিন তারিক, খালিকুজ্জামান রাজা, আবু সেলিম, এমএ বাসেত, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান শফিক, এড. গোলাম ফারুক, হেলাল উদ্দিন কবিরাজ, ওবায়দুল হাসান ববি, মাহফুজুল ইসলাম রাজ, সুলতান মাহমুদ, আব্দুল মান্নান, জাহিদুর রহমান আরজু, সাইফুল ইসলাম বুলবুল, হেফাজত আর মিরা, আব্দুস সালাম, কামরুল মোরশেদ আপেল, আলমগীর বাদশা, শুভাশীষ পোদ্দার লিটন, সাজেদুর রহমান শাহীন, আমিনুল ইসলাম ডাবলু, সোহরাব হোসেন ছান্নু, জুলফিকার রহমান শান্ত, আলমগীর হোসেন স্বপন, কামরুল হুদা উজ্জ্বল, গৌতম কুমার দাস, উদয় কুমার বর্মন, সাবরিনা পিংকি, এড. লাইজিন আরা লিনা, রাশেদুজ্জামান রাজন, সজীব সাহা, আল মাহিদুল ইসলাম জয় প্রমুখ।

শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, সদর উপজেলার সকল ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগ, শাহ সুলতান কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

Check Also

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিকাণ্ড, কোন ক্ষয় ক্ষতি হয়নি

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় শনিবার (৪ জানুয়ারি) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 15 =

Contact Us