সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / চাকরির প্রথম দিনই ঘুষ নিয়ে গ্রেপ্তার

চাকরির প্রথম দিনই ঘুষ নিয়ে গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: চাকরির প্রথম পদায়নে অফিসে যোগ দিয়েই ঘুষ নিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ভারতের ঝাড়খণ্ডের এক সরকারি কর্মকর্তা। তার নাম মিতালি শর্মা।

আট মাস আগে ঝাড়খণ্ডের কোডারমার সমবায় বিভাগের সহকারী রেজিস্ট্রার পদে যোগ দিয়েছিলেন তিনি। তাঁর ঘুষ নেওয়ার ভিডিও এবং ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

গত ৭ জুলাই মিতালিকে গ্রেপ্তার করে ঝাড়খণ্ডের হাজারীবাগের দুর্নীতি দমন ব্যুরো (এসিবি)।

আনন্দ বাজার ও ইন্ডিয়া টুডে প্রতিবেদন থেকে জানা যায়, প্রথম পোস্টিং পাওয়ার পর অফিসে যোগ দিয়েই স্থানীয় সংগঠনের কাছ থেকে ঘুষ চাওয়া হয়েছে, এমন অভিযোগ পাওয়ার পর ফাঁদ পাতেন দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা।

গ্রেপ্তারের বিষয়েএসিবির এক কর্তা জানিয়েছেন, মিতালি ‘কোডারমা ব্যাপার সহযোগ সমিতি’ নামে একটি স্থানীয় সংগঠন আচমকা পরিদর্শন করেন।

সেখানে বেশ কিছু অনিয়ম খুঁজে পান তিনি। পরে সংগঠনের কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার শর্তে তিনি ২০ হাজার টাকা দাবি করেন।

সংগঠনের সদস্য রামেশ্বর প্রসাদ যাদব এসিবির মহাপরিচালককে (ডিজি) জানান, সরকারি কর্মকর্তা ঘুষ চাইছেন। এরপর দায়ের হয় অভিযোগ। তদন্তে নামে এসিবি। ঘটনার সত্যতা পাওয়ার পর, মামলা দায়ের করে ফাঁদ পাতা হয়।

গত ৭ জুলাই ঘুষের প্রথম কিস্তি হিসাবে ১০ হাজার টাকা নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন মিতালি। গ্রেপ্তারের পর তাকে হাজারিবাগে নিয়ে যাওয়া হয়। এসিবি কর্মকর্তারা জানিয়েছেন বিষয়টি বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

Check Also

বুকার পুরস্কার জিতলেন ব্রিটিশ সামান্থা হার্ভে

শেরপুর নিউজ ডেস্ক: সাহিত্যে বিশেষ অবদানের জন্য অন্যতম সম্মানজনক পুরস্কার বুকার জিতেছেন ব্রিটিশ লেখক সামান্থা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =

Contact Us