সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / আ.লীগের কর্মসূচিতে যুক্ত হচ্ছে শরিকরাও

আ.লীগের কর্মসূচিতে যুক্ত হচ্ছে শরিকরাও

শেরপুর নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পাল্টাপাল্টি কর্মসূচিতে রাজনীতির মাঠে উত্তাপ ছড়াচ্ছে। একদফার দাবি আদায়ে বিএনপির কর্মসূচির সঙ্গে গতকাল মঙ্গলবার মাঠে ছিল সমমনা ৩৬ দল। গত কিছু দিন ধরে সমমনা দলগুলো বিএনপির দাবির সঙ্গে একমত হয়ে রাজপথের আন্দোলনে রয়েছে। কিন্তু গতকাল আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও শোভাযাত্রার কর্মসূচিতে আওয়ামী লীগের শরিক ১৪ দল ছিল না। সাম্প্রতিক সময়ের কোনো কর্মসূচিতেও আওয়ামী লীগের শরিকদের দেখা যায়নি। এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগের কর্মসূচিতে ১৪ দলকেও মাঠে নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, ক্ষমতাসীন ১৪ দলের শরিকদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভা আজ বুধবার। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা সাড়ে ৭টায় এ বৈঠক হবে বলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন চৌদ্দ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের ধারাবাহিক কর্মসূচি রয়েছে। এ কর্মসূচিতে যুক্ত হবে ক্ষমতাসীন চৌদ্দ দলের শরিকরাও। এ ছাড়া রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা, চৌদ্দ দলে গতি ফিরিয়ে আনা, নির্বাচন সামনে রেখে শরিকদের করণীয় নির্ধারণ, শরিকদের সঙ্গে আসন বণ্টনের পরিকল্পনাসহ নানাবিধ ইস্যুতে শরিক দলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা গেছে।

জোটের দুই শরিক দলের নেতা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। তা সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির সঙ্গে ঐকমত্য পোষণ করে মাঠে থাকার সিদ্ধান্ত নেবে চৌদ্দ দল।

Check Also

রুদ্ধদ্বার বৈঠকে নেওয়া সিদ্ধান্ত জানালেন সমন্বয়করা

শেরপুর নিউজ ডেস্ক: জুলাই-আগস্ট আন্দোলনের ফসল হলো অন্তর্বর্তী সরকার। তাই উপদেষ্টা নিয়োগের সময় অবশ্যই তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + nineteen =

Contact Us