Home / অর্থনীতি / বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে ৬.৫ শতাংশ: এডিবি

বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে ৬.৫ শতাংশ: এডিবি

শেরপুর নিউজ ডেস্ক: এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রকাশ করা হয়েছে। সেখানে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে- রপ্তানি খাতে প্রত্যাশা চেয়ে ভালো করেছে বাংলাদেশ এবং চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে ৬.৫ শতাংশ।

বুধবার (১৯ জুলাই) এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে এই পূর্বাভাস দেয়া হয়েছে। সকালে ফিলিপাইনের ম্যানিলায় এডিবির প্রধান কার্যালয়ে এই প্রতিবেদন প্রকাশ হয়।

এতে দাবি করা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও খাদ্যের দাম কমায় এশিয়া মহাদেশে মূল্যস্ফীতি কমে দাঁড়াবে ৩.৬ শতাংশে। এভাবে চললে দ্রুতই কোভিড মহামারির আগের অবস্থায় পৌঁছানো সম্ভব। এই অঞ্চলে প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৮ শতাংশে।

এডিবি আরও জানায়, বন্যা-ঘুর্ণিঝড়ের কারণে কৃষি খাতে কিছুটা ক্ষতি হয়েছে। তবে সরকারি নীতি সহায়তার শতভাগ সুযোগ নিয়েছে এই শিল্প। তাই রপ্তানি বেড়েছে।

তবে বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ে স্পষ্ট পরিসংখ্যান না বললেও এটি বাড়ার আভাস দিয়েছে এডিবি। বলছে, সরকারি ব্যয় ও বিনিয়োগ দুটোই বেড়েছে। পণ্য আমদানি নিয়ন্ত্রণে আছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

Check Also

২০ বিলিয়নের নিচে নামল রিজার্ভ!

শেরপুর নিউজ ডেস্ক: এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 16 =

Contact Us