Home / বগুড়ার খবর / বগুড়া সদর / ছাত্রলীগের কমিটিতে গুরুত্বপূর্ন পদে বগুড়ার ৬ জন

ছাত্রলীগের কমিটিতে গুরুত্বপূর্ন পদে বগুড়ার ৬ জন

শেরপুর নিউজ ডেস্ক: সম্প্রতি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ৩০১ সদস্যের এই কমিটির সিনিয়র সহসভাপতি সহ গুরুত্বপূর্ন পদে স্থান পেয়েছেন বগুড়ার ৬ ছাত্রনেতা। যারা দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে অধ্যয়নরত। ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের কেন্দ্রিয় কমিটিতে বগুড়ার ছাত্রনেতারা স্থান পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন সাবেক ও বর্তমান ছাত্রনেতারা। এদিকে কেন্দ্রিয় কমিটিতে স্থান পাওয়া নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

১৩ জুলাই ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নির্বাহি কমিটির ১নং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রাকিবুল হাসান। বগুড়ার নামাজগড়ের বাসিন্দা রাকিবুল ডাকসুর নির্বাচিত সদস্য ছিলেন। ছাত্রলীগের বিগত কমিটির সহ সভাপতি এবং কর্মসংস্থান বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। মেধাবী এই ছাত্রনেতা ছাত্রলীগের কর্মকান্ডে সদা সক্রিয়। শিক্ষার্থী হিসেবে যেমন মেধাবী তেমনি রাজনৈতিক কর্মী হিসেবে দক্ষ। একারনে ডাকসু নির্বাচনে বিপুল ভোটে সদস্য নির্বাচিত হয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মকান্ড গতিশীল করতে ব্যাপক ভুমিকা রাখায় কেন্দ্রিয় নেতৃবৃন্দ তার উপর সবসময় আস্থা রেখেই গুরুত্বপূর্ন দায়িত্ব প্রদান করেছেন।

সিনিয়র সহসভাপতির দায়িত্ব পাওয়া রাকিবুল হাসান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমৃদ্ধ দেশ গঠনে বদ্ধপরিকর। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ছাত্রলীগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এত বড় দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারেন এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

ছাত্রলীগের নির্বাহি কমিটির ১নং সহ-সভাপতির ১নং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আতিকা বিনতে হোসাইন। তিনিও বগুড়ার সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এই শিক্ষার্থী ছাত্রীদের বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ করে ছাত্রলীগের কার্যক্রম গতিশীল করতে অগ্রনী ভুমিকা রেখে যাচ্ছেন।

আরেক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সালাহ্ উদ্দিন আহমেদ সাজু, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমানের হলের ছাত্র। তিনি হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন ছাড়াও কেন্দ্রীয় ছাত্রলীগের মানবসম্পদ বিষয়ক উপ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বগুড়ার নন্দীগ্রামের এই মেধাবী সন্তান আলো ছড়িয়ে যাচ্ছেন তার সাংগঠনিক দক্ষতার মাধ্যমে।

ঘোষিত কেন্দ্রিয় কমিটির কর্মসংস্থান বিষয়ক উপ সম্পাদক নির্বাচিত হয়েছেন আহসান হাবীব বাঁধন। বগুড়া শহরের সুত্রাপুরের বাসিন্দা বাধন ইতিপূর্বে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। ঢাকা কলেজ থেকে অনার্স শেষ করে মাস্টার্সে অধ্যারণরত বাধন ঢাকা কলেজে ছাত্রলীগের কর্মকান্ড গতিশীল করতে বলিষ্ঠ ভুমিকা পালন করে যাচ্ছেন। কেন্দ্রিয় কর্মসুচিতে সদা সক্রিয় বাধন ঢাকা ছাড়াও নিজ জেলা বগুড়ায় ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের কর্মসুচিতেও সক্রিয় রয়েছেন। অত্যন্ত বিনয়ী ও মেধাবী বাধন কেন্দ্রিয় কমিটিতে পর পর দুইবার স্থান পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

উপ ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন আমির হামজা। বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা হামজা এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, তিনি সার্জেন্ট জহুরুল হক হলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালনকারী আহসান হাবিব সজীব কেন্দ্রিয় ছাত্রলীগের উপ আইন সম্পাদক নির্বাচিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী ছাত্রলীগের কর্মকান্ডে সদা সক্রিয় রয়েছেন। ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটিতে বগুড়ার ৬ মেধাবী ছাত্রনেতা গুরুত্বপূর্ন স্থান পাওয়ায় বগুড়ার সাবেক ও বর্তমান ছাত্রনেতারা অভিনন্দন জানিয়েছেন।

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজিব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় বলেন, কেন্দ্রিয় কমিটিতে বগুড়ার ৬ ছাত্রনেতা স্থান পাওয়ায় আমরা আনন্দিত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও কেন্দ্রিয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন, এর মধ্য দিয়ে সারাদেশে বগুড়ার সন্তানরা নেতৃত্ব প্রদান করে বগুড়াকে এগিয়ে নিবে একই সাথে বগুড়ার ছাত্রলীগ সুসংগঠিত করতে তারা অগ্রনী ভুমিকা পালন করবে।

Check Also

বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৪ পাচ্ছেন যারা

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র ২০২৪ সালের পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =

Contact Us