সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / ফারজানার সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২২৫

ফারজানার সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২২৫

শেরপুর নিউজ ডেস্ক: ভারতের নারী ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম নারী ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির ইতিহাস গড়লেন ফারজানা হক পিংকি।

তার সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২২৫। ১৫৬ বলে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ফারজানা।

এতে ভারতকে ২২৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। যা ভারতের বিপক্ষে সর্বোচ্চ এবং সব মিলিয়ে ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

পাকিস্তানের বিপক্ষে ২০২২ সালের ১৪ মার্চ পাকিস্তানের বিপক্ষে ২৩৪ রান এখন পর্যন্ত টাইগ্রেসদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে দুই ওপেনার শামীমা সুলতানার হাফ সেঞ্চুরির পর দারুণ শতক উপহার দিয়েছেন ডানহাতি ব্যাটার ফারজানা হক পিংকি।

তবে শেষ পর্যন্ত ২২৫ রান করেছে বাংলাদেশ। ১৬০ বল খেলে দলের হয়ে সর্বোচ্চ ১০৫ রান করেন ফারজানা। এর আগে দীপ্তি শর্মার বলে মিসফিল্ডিং হয়ে বল বাউন্ডারি ছুঁতেই ফারজানা পৌঁছে যান তিন অঙ্কের ফিগার সেঞ্চুরিতে। এরপর ড্রেসিংরুমের দিকে উঁচিয়ে ধরলেন ব্যাট। সতীর্থ, কোচিং স্টাফরা ভাসলেন উচ্ছ্বাসে। ফারজানা হয়ে গেলেন মেয়েদের ওয়ানডেতে দেশের প্রথম সেঞ্চুরিয়ান।

 

Check Also

ওয়েস্ট ইন্ডিজ সফরের নারী দল ঘোষণা করলো বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক: তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফর করবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + seven =

Contact Us