শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এস এম কামাল হোসেন বলেছেন, আগামী সংসদ নির্বাচন হবে শেখ হাসিনা সরকার প্রধান থেকে নির্বাচন কমিশনের পরিচালনায়। অন্য কোন পন্থায় নয়। মির্জা ফখরুল তারেক জিয়ার নির্দেশে সারা বাংলাদেশে আন্দোলনের নামে অস্থিতিশলী পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। মির্জা ফখরুল গণতন্ত্রের কথা বলে। আপনার নেতা জিয়াউর রহমান গণতন্ত্রকে হত্যা করেছেন। আজ বিএনপি তত্বাবধায়ক সরকারের কথা বলে। তারাই তত্বাবধায়ক সরকারকে গলা টিপে হত্যা করেছে।
শনিবার (২২ জুলাই) বেলা ১২টার দিকে শহরের শহীদ খোকন পার্কে পদযাত্রার নামে বিএনপির সন্ত্রাসীদের দ্বারা হামলায় পুলিশ ও শিক্ষার্থীদের আহত এবং সারাদেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন , তারেক জিয়া দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, অপশাসন, দুঃশ্বাসনের পৃষ্ঠাপোষকতার কারণে ২০০৮ সালে মুছলিকা দিয়ে লন্ডনে পালিয়ে গেছেন। সেখানে ববে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কারণ তারেক জিয়া নির্বাচন করতে পারবে না। বিএনপি ক্ষমতায় আসবে না। ১০ ট্রাক চোরাচালান অস্ত্র মামলার আসামী, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামী, মানি লন্ডারিং মামলার আসামী তারেক জিয়া লন্ডনে বসে মিথ্যাচার করছেন ষড়যন্ত্র করছেন শেখ হাসিনার বিরুদ্ধে। আর সেটি বাংলাদেশে বসে বাস্তবায়ন করছেন তারেক জিয়ার ছাত্র মির্জা ফখরুল ইসলাম। আর তারই ধারাবাহিকতা বগুড়ায় মেয়েদের উপর ও পুলিশের উপর হামলা করেছে বিএনপি।
তারা শেখ হাসিনার পদত্যা দাবি করে। শেখ হাসিনার অপরাধ কি পদ্মা সেতু করেছে বলে। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন, যাদের ঘর নেই তাদের ঘর দিয়েছেন, যাদের জমি নাই জমি দিয়েছেন। বয়স্ক ও প্রতিবন্ধীদের ভাতা দিচ্ছেন। বিএনপি ক্ষমতায় থাকাকালীন বগুড়ায় কোন ইউনিভার্সিটি করতে পারেনি। এই সরকার বগুড়ার মানুষকে ইউনিভার্সিটি উপহার দিয়েছেন। শুধু তাই নয় বগুড়ায় হাইটেক পার্ক, আইসিটি ট্রেনিং সেন্টার, দ্বিতীয় বিসিক শিল্পনগরী, বগুড়া থেকে সিরাজগঞ্জ রেললাইনসহ বিভিন্ন উন্নয়নমুলক কাজ উপহার দিয়েছেন।
এসময় তিনি আওয়ামী লীগের নেতৃত্বে প্রত্যেক পাড়ায় মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে তুলে বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড শক্ত হাতে প্রতিরোধ কারার আহ্বান জানান।
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি।
আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু সুফিয়ান শফিক প্রমুখ।
জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনির সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, প্রদীপ কুমার রায়, আমানউল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, এড্যাভোকেট জাকির হোসেন নবাব, শাহাদৎ আলম ঝুনু, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, নাসরিন রহমান সীমা, শাহ আখতারুজ্জামান ডিউক, শামস-উল আলম জয়, আহসানুল হক, আনোয়ার পাভেজ রুবন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মঞ্জু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেফাজত আরা মিরা, সাধারণ সম্পাদক পিংকি সরকার, শ্রমিক লীগ নেতা আব্দুস সালাম, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন, ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়সহ প্রমুখ।