শেরপুর নিউজ: বগুড়া শেরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবর দখলের চেষ্টা ও জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ জুলাই) রাত ১০টার দিকে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের পানিসারা গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী পানিসারা গ্রামের মৃত মোসলেম উদ্দিন ফকিরের ছেলে মোঃ গোলাম হোসেন জানান, আদালতে (মামলা নং- ১৯৭/২০২৩) চলমান থাকা অবস্থায় ১৩/০৭/২০২৩ তারিখে তিনি একটি অস্থায়ী নিষেধাজ্ঞা পান। কিন্তু শুক্রবার অনুমান রাত্রী ১০:০০ ঘটিকার সময় পূর্ব শত্রুতার জের ধরে এলাকার ১। মোঃ জহুরুল ইসলাম, ২। মোঃ সাইফুল ইসলাম, উভয়ের পিতা: মৃত মোজাহার আলী, ৩। মোহাম্মাদ আলী, পিতা: মৃত মকরম আলী, ৪। মোঃ লুৎফর রহমান, পিতা: মৃত আছিমুদ্দিন, ৫। মোঃ অলিউল্লাহ, পিতা: মোঃ লুৎফর রহমান, সর্বসাং- পানিসারা, ২০টি ইউক্যালিপটাস গাছ, ১০টি কলা গাছ কর্তন করে এবং বাশের বেড়া ভাংচুর ও ক্ষতি সাধন করেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
সরেজমিনে গিয়ে এলাকার স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মোঃ গোলাম হোসেন ২০০৩ সালে জায়গাটি ক্রয় করে ভোগ দখল করে আসছেন।
শেরপুর থানার এ.এস.আই হাবিব জানান, এ বিষয়ে অভিযোগ হয়েছে, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।