শেরপুর নিউজ: সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন এই শ্লোগানে বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে শেরপুর উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা সুলতানা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী, উপজেলা শিক্ষা অফিসার মো. কামরুল হাসান, শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাহিদ আল মালেক, সাংবাদিক জিয়াউদ্দিন লিটন প্রমুখ।
আলোচনাসভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।