আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানায় পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধীসহ দুইজন নিহত হয়েছে। রোববার (২৩ জুলাই) সকালে জামালগঞ্জ ও নাটোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন – আদমদীঘি উপজেলার সান্তাহার চাবাগান এলাকার প্রতিবন্ধী শামসুল ইসলাম (৬৫) ও নওগাঁ সদরের কামাইগাড়ী এলাকার সম্পা খাতুন (৩০)। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় পৃথক ইউডি মামলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, রোববার সকাল ৬টায় প্রতিবন্ধী শামসুল ইসলাম তার মেয়ে বাড়ি থেকে জামালগঞ্জ রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্ত:নগর পঞ্চগড় এক্সপেস ট্রেনের কাটা পড়ে নিহত হয়। অপরদিকে একই দিন দুপুর ১২ টায় নাটোর স্টেশনের পাশে চিলাহাটি থেকে খুলনাগামী আন্ত:নগর রুপসা একপ্রেস ট্রেনে সম্পা নামের এক নারী কাটা পড়ে নিহত হয়।
মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জিআরপি থানার ওসি মোক্তার হোসেন জানান।