শেরপুর নিউজ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু জাদুঘরের পাশ থেকে ককটেল বোমা সদৃশ বস্তুসহ রবিবার বিকেলে দুজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ও গোয়েন্দারা। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় এবং উদ্দেশ্য জানার চেষ্টা করছেন তারা। তাদের ঢাকার বাসা ও গ্রামের বাড়িতে খোঁজখবর নেয়া হচ্ছে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার (২৩ জুলাই) বিকেল সোয়া পাঁচটার দিকে ধানমন্ডি ৩২ এর শান্তুর রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্কিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটকরা হলেন হালিম রাজ (২৬) ও আব্দুল হালিম (৩০)।
পুলিশ জানিয়েছে, আটককৃতরা যে দাবি করছে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় বৈঠক করেছেন। পুলিশ ও গোয়েন্দারা তদন্তে নেমে আটককৃতদের সঙ্গে আর কারা কারা জড়িত আছে ও কেন তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখতে শুরু করেছে।
এদিকে, ধানমন্ডি ৩২ নম্বরের জাদুঘরে কর্মরত আবুল কাশেম ওরফে কিশোরের সঙ্গে পরিচয় ও যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। পুলিশ ও একাধিক গোয়েন্দা সংস্থা তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে। আটককৃতরা দাবি করছে, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান ও কবিতার সিডি এবং পেনড্রাইভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠাতে না পেরে ওই দুই ব্যক্তি (রবিবার) বিকেলে গায়ে আগুন দেয়াসহ ককটেল সাদৃশ্য বস্তু বিস্ফোরণের চেষ্টা করেছে। তারা হলেন- হালিম রাজ ও আব্দুল হালিম। ঘটনার পর পর দুজনকে আটক করে নিয়ে গেছে ধানমন্ডি থানা পুলিশ।
আটককৃতরা পুলিশের কাছে দাবি করছে, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নিজের লেখা গান ও কবিতার সিডি এবং পেনড্রাইভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠাতে চেয়েছিলেন। এই কাজের জন্য ধানমন্ডি-৩২ নম্বর জাদুঘরের আবুল কাশেম ওরফে কিশোর নামের একজন কর্মকর্তাকে তারা ৩৫ হাজার টাকাও দিয়েছিলেন। তবে টাকা নেয়ার এক বছর পার হলেও লেখা গান ও কবিতা প্রধানমন্ত্রীর কাছে পাঠাতে পারেনি তারা। পরে অভিমানে ও ক্ষোভে হালিম রাজ ও আব্দুল হালিম নামের দুজন নিজেরদের গায়ে আগুন দেন ও ধানমন্ডি-৩২ নম্বরে ককটেল বোমাসদৃশ্য বস্তু বিস্ফোরণের চেষ্টা করেন। একটি ককটেল বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ হলে পুলিশ ঘটনাস্থল থেকে হালিম রাজ ও আব্দুল হালিমকে আটক করে ফেলে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, আটক হালিম রাজের বাড়ি ময়মনসিংহে। তৃতীয় শ্রেণির পাঠ চুকিয়ে তিনি ঢাকায় আসেন। ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা ও গান লিখতেন। তার অনেক দিনের ইচ্ছা ছিল নিজের লেখা গান-কবিতা প্রধানমন্ত্রীকে পাঠাবেন। এজন্য তিনি বিভিন্ন লোকের শরণাপন্ন হন। ধানমন্ডি-৩২ নম্বর জাদুঘরের আবুল কাশেম ওরফে কিশোর নামের একজন কর্মকর্তার সঙ্গে পরিচয় হয় রাজের। কিশোর ৫০ হাজার টাকা দাবি করেন গান-কবিতা পাঠানোর জন্য। কিন্তু ৩৫ হাজার টাকা দেন রাজ। এক বছর পার হলেও রাজের লেখা গান-কবিতা প্রধানমন্ত্রীর কাছে না পৌঁছায় রাগে-ক্ষোভে নিজের গায়ে আগুন ও বোমা সাদৃশ্য বস্তু বিস্ফোরণের চেষ্টা করেন তিনি।
তিনি আরো বলেন, বোমাসদৃশ বস্তু বানাতে তারা অনেকগুলো দিয়াশলাইয়ের বারুদ একসঙ্গে করেন। ৮-১০টা বানিয়ে রাজ ধানমন্ডি-৩২ এ যান। একটি বিস্ফোরণ হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ হালিম রাজসহ দুজনকে আটক করে। উল্লেখ্য, উদ্ধারকৃত ককটেলের সংখ্যা ১৭টি।