শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় ৪০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার সকালে বগুড়া সদর উপজেলার গোকুল এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কের উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷ এসময় মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
গ্রেপ্তার ওই দুই যুবক হলেন- কুড়িগ্রামের খালিধা কালোয়া এলাকার আনোয়ারুল ইসলাম এবং লালমনিরহাটের খোচাবাড়ি এলাকার মমিনুর ইসলাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া উপ-পরিদর্শক আবির হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে গোকুল এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কের উপরের চেকপোস্ট পরিচালনা করা হয়৷ চেকপোস্টে রংপুরগামী একটি পিকআপ( রংপুর-ন-১১-০৮৯৫) থামানো হয়৷ এসময় চালক আনোয়ারুল ইসলাম পালানোর চেষ্টা করলে প্রথমে তাকে এবং পরে মমিনুরকে আটক করা হয়৷ এরপর তাদের পিকআপ তল্লাশি করে বিশেষভাবে তৈরী লুকায়িত চেম্বার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়৷ এসময় তাদের গ্রেপ্তার দেখিয়ে পিকআপটিও জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।