শেরপুর নিউজ: বগুড়ার শেরপুরের বিশালপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এক কর্মীসভা গত রবিবার (২৩ জুলাই) বিকালে পেচুইল হাইস্কুল চত্বরে অনুষ্ঠিত হয়।
বিশালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কেএম মোস্তাফিজুর রহমান মিঠুর সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।
উদ্বোধক হিসাবে ছিলেন শেরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির ড্যানি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দেবতোষ চক্রবর্তী লিটন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মামুন, দপ্তর সম্পাদক রবিউল হাসান বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন শেরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদায়েত জামান নিহাল। বক্তব্য রাখেন বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রাজলক্ষণ, উপজেলা কৃষকলীগের সভাপতি এমএ মালেক, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মাহবুবার রহমান আশিক, শেরপুর পৌর ছাত্রলীগের সভাপতি রনি সরকার, শেরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রবিউল ইসলাম রুবেল প্রমুখ।
কর্মীসভায় বাংলাদেশ ছাত্রলীগ বিশালপুর ইউনিয়ন শাখার কমিটির মেয়াদ উর্ত্তীণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়।