সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুর / ডেঙ্গু রোধে গণসচেতনতা বাড়াতে শুভসংঘের আলোচনাসভা

ডেঙ্গু রোধে গণসচেতনতা বাড়াতে শুভসংঘের আলোচনাসভা

শেরপুর নিউজ: ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে বগুড়ার শেরপুরে র‌্যালি ও আলোচনাসভা করেছে বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ওই সচেতনতামূলক কার্যক্রম ও সালেহা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বের হওয়া র‌্যালিটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধ এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনসভাসভায় শুভসংঘের উপজেলা শাখার সহসভাপতি মোস্তাফিজার রহমান মন্টু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজনু, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের শেরপুর প্রতিনিধি আইয়ুব আলী প্রমুখ বক্তব্য দেন।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা যাই করি না কেন কিছুই কাজে আসবে না, যদি আমরা সচেতন না হই।

সেজন্য সচেতনতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তাই শুভসংঘের পক্ষ থেকে সচেতনতায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এদিকে একইদিন বেলা তিনটায় উপজেলার সালেহা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একটি ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালনের উদ্বোধন করেন শুভসংঘের বন্ধুরা। এরপর ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শতাধিক গাছের চারা বিতরণ করেন তারা।

Check Also

শেরপুরে দিনব্যাপী বামিহাল সাহিত্য উৎসব

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বামিহাল গ্রামে বামিহাল সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =

Contact Us