শেরপুর নিউজ: বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনু বলেছেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মনোবিকাশে খেলাধুলা করতে হবে। কেননা, শুধু পুথিঁগত বিদ্যা মানুষের জ্ঞান অর্জনের জন্য যথেষ্ট নয়। বইয়ের পাশাপাশি শরীর গঠন ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হলে খেলাধুলায় অংশ নিতে হবে।
তিনি আরো, আজকের ক্ষুদে খেলোয়াড়দের মাধ্যমেই আগামীতে বড় বড় তারকা খেলোয়াড় তৈরী হবে। জননেত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যেই প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করেছেন।
মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে শেরপুর সরকারি ডিজে মডেল হাইস্কুল খেলার মাঠে উপজেলায় পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন।
এতে সভাপত্বি করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা। বক্তব্য রাখেন শেরপুর উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মতিন।
এসময় শেরপুর উপজেলার সহকারি শিক্ষা অফিসারবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,গণমাধ্যমকর্মী ও ক্ষুদে শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।