সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / চীন সফরে গেলেন ১৪ দলের বাম শরিকরা

চীন সফরে গেলেন ১৪ দলের বাম শরিকরা

শেরপুর নিউজ: চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে ১৪ দলের বাম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং সাম্যবাদী দলের শীর্ষ নেতারা সোমবার (২৪ জুলাই) চায়না সাউদার্ন এয়ারলাইনসে চীনের কুনমিংয়ে গেছেন।

চীন সফরকারী বামপন্থী দলগুলোর এই প্রতিনিধি দলে আছেন-জাসদের সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য লুৎফুন নেসা খান এবং সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

এই সফরে হাসানুল হক ইনুর সফরসঙ্গী হিসেবে চীনে গিয়েছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলম স্বপন ও কুষ্টিয়া জেলা কমিটির সহ-সভাপতি আহামেদ আলী।

সোমবার দুপুরে নেতাদের বিদায় জানাতে চীনা দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বামপন্থী রাজনৈতিক নেতারা সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠকে বসবেন। আগামী ৩০ জুলাই দেশে ফেরার কথা তাদের।

Check Also

প্রধান ‍উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক

শেরপুর নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + ten =

Contact Us