শেরপুর নিউজ ডেস্ক: নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার আমিরকে অবশেষে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর নাম আনিসুর রহমান মাহমুদ (৩২)।
গতকাল সোমবার কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এর আগের দিন রবিবার দিবাগত রাত ৩টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে।
এ সময় তাঁর দুই সহযোগী কাজী সিরাজ উদ্দিন মেসিরাজ (৩৪) ও মাহফুজুর রহমান বিজয় ওরফে বাবুল ওরফে জাম্বুলিকেও গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী পুস্তিকা ও নগদ অর্থ।
সংবাদ সম্মেলনে খন্দকার আল মঈন বলেন, গ্রেপ্তারকৃত আনিসুর রহমান মাহমুদ এর আগে হুজির সদস্য ছিলেন। পরে নতুন সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার কার্যক্রম শুরু করেন।
২০২০ সালে বান্দরবানে আসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে এক মাস সামরিক কৌশল, অস্ত্র চালনা, প্রতিকূল পরিবেশে টিকে থাকাসহ বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার আগের আমির মাইনুল ইসলাম রঞ্জি ২০২১ সালে গ্রেপ্তার হলে মাহমুদকে আমির হিসেবে নির্বাচন করা হয়। পার্বত্য অঞ্চলে অবস্থানের সময় তাঁর সঙ্গে কেএনএফের প্রধান নাথান বম ও সেকেন্ড ইন কমান্ড বাইচুংয়ের সুসম্পর্ক তৈরি হয়। সেই সূত্রে বান্দরবানের গহিন পাহাড়ে কেএনএফ জামাতুল আনসারের সদস্যদের সশস্ত্র প্রশিক্ষণ দিত।
আনসার আল ইসলামের শীর্ষ জঙ্গি মেজর জিয়ার সঙ্গেও আমির মাহমুদের বেশ কয়েকবার দেখা হয়েছিল। ২০২২ সালে কিশোরগঞ্জে আনসার আল ইসলামের সঙ্গে আমির মাহমুদের মিটিং হয়।
চলতি বছরের মার্চ মাস থেকে পার্বত্যাঞ্চলে র্যাবসহ অন্যান্য বাহিনীর অভিযান শুরু হলে আমির মাহমুদ পালিয়ে যান। টাঙ্গাইল, নোয়াখালী, ময়মনসিংহ, বরিশাল, ঢাকাসহ বিভিন্ন স্থানে আত্মগোপনের পর গত সপ্তাহে লৌহজংয়ে বাসা ভাড়া নিয়ে আত্মগোপন করেন।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত বাকি দুজনের মধ্যে কাজী সিরাজ ইলেকট্রিক্যাল কাজ ও তথ্য-প্রযুক্তিতে পারদর্শী ব্যক্তিদের বাছাই করে সংগঠনে যোগ দিতে উদ্বুদ্ধ করতেন।