সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ডিজিটাল হচ্ছে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া

ডিজিটাল হচ্ছে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া

শেরপুর নিউজ ডেস্ক: আর কাগুজে নয়, প্রকল্প অনুমোদন প্রক্রিয়া ডিজিটাল হচ্ছে। এ জন্য উদ্বোধন করা হয়েছে পিপিএস নামের একটি সফটওয়্যার। এখন থেকে মন্ত্রণালয়গুলো তাদের প্রকল্প প্রস্তাব এই সফটওয়্যারে দেবে। সেখান থেকে প্রকল্প প্রক্রিয়াকরণ করা হবে। সফটওয়্যারটি তৈরি করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগ।

সফটওয়্যার উদ্বোধন উপলক্ষে গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আলোচনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়েরর সচিব ড. নাহিদ রশীদ, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) এ কে এম ফজলুল হক, আব্দুল বাকী, এমদাদ উল্লাহ মিয়ান, কাওসার আহমেদ এবং আইএমইডির সচিব আবুল কাশেম মো: মহিউদ্দিন। সফটওয়্যার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন কামরুন নাহার।

সভায় জানানো হয়, পিপিএস সফটওয়্যারটি ব্যবহারের মাধ্যমে অনলাইনে সংস্থা থেকে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিপিপি/টিপিপি) প্রণয়ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাতে পারবে। ওই মন্ত্রণালয় প্রক্রিয়াকরণ করে অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠাতে পারবে। ফলে সময়, ব্যয় ও যাতায়াত কষ্ট কমে যাবে। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবাদিহিতা নিশ্চিত হবে। পিপিএস সফটওয়্যার উদ্বোধনের পর ১২টি মন্ত্রণালয় পাইলটিংয়ের মাধ্যমে কাজ শুরু করবে। মন্ত্রণালয়গুলো হলো- পরিকল্পনা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, শিল্প মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, ধর্ম মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ।

বর্তমানে এই সফটওয়্যারের মাধ্যমে ৩৩টি প্রকল্প প্রক্রিয়াধীন আছে। এর মধ্যে ১৮টি সংস্থায়, ১৩টি মন্ত্রণালয়ে এবং একটি পরিকল্পনা কমিশনে রয়েছে। এগুলোর মধ্যে ‘নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পটি অনুমোদনের জন্য পরিকল্পনামন্ত্রীর কাছে রয়েছে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমরা আজ ডিজিটাল বাংলাদেশ গঠনে আরেক ধাপ এগিয়ে গেলাম। এটা একটা বড় কাজ। বাংলাদেশ এখন অপরাজিতার যুগে প্রবেশ করেছে। গণমাধ্যমে খবর পড়ছে রোবট। এই সফটওয়্যারের মাধ্যমে প্রকল্পের ত্রুটি সহজেই ধরা পড়বে। তবে ত্রুটি ধরাটা বড় কথা নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে কাজ করতে হবে। আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি। আগামীতে এর চেয়েও আধুনিক প্রযুক্তি আসবে।

প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, এর আগে অনুষ্ঠিত এক কর্মশালায় পরিকল্পনা বিভাগ ও পরিকল্পনা কমিশনের পাঁচটি ডিজিটাল সার্ভিস চিহ্নিত করা হয়েছে, যা জাতীয় পরিকল্পনা ব্যবস্থাকে গতিশীল করবে। এসব সার্ভিস সমন্বিতভাবে কার্যকর করা এবং সেবা দেয়া জন্য ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্ম তৈরি করা প্রয়োজন হয়। সে লক্ষ্যে ২০২০ সালের ২৪ নভেম্বর পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হয়। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি ২০২২ সালের শুরুতে প্রজেক্ট প্রসেসিং, অ্যাপ্রুভাল অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (পিপিএস) সফটওয়্যার নির্মাণের কাজ শুরু করে। এটির আজ উদ্বোধন করা হলো।

Check Also

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আগামী সপ্তাহে

শেরপুর নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 15 =

Contact Us