শেরপুর নিউজ : “নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে বগুড়ার শেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২৫ জুলাই সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ সারমিন আক্তার।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওবায়দুর রহমান, মির্জাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম। ক্ষেত্র সহকারী আব্দুল খালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ,উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক মিঠুন হায়দার মিঠু,আলাল গ্ৰুপের কর্মকর্তা মৌসুমী রহমান, মৎস্যচাষী রতন সরকার,মঙ্গা চন্দ্র সরকার প্রমুখ।
এর আগে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।
এর আগে ফায়ার সার্ভিস স্টেশন এর পুকুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম ফারুক, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা সহ অতিথিবৃন্দ মাছের পোনা অবমুক্ত করেন।